ক্রীড়া প্রতিবেদক
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং আজাদ স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
লিগে এই প্রথম পয়েন্টের খাতা খুলল আজাদ। চলমান লিগের একমাত্র দল আজাদ যারা বিদেশি খেলোয়াড় ছাড়াই প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট আদায় নিতে সমর্থ হলো। অপরদিকে দলে একাধিক বিদেশি খেলিয়েও আজাদের কাছ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিতে পারল না বাংলাদেশ এসসি।
আজ খেলার চতুর্থ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশ এসসিকে এগিয়ে নেন ভারতীয় রিক্রট প্রিন্স কুমার। সমতায় ফিরতে সময় নেয়নি আজাদ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আজাদকে সমতায় ফেরান শাহির। দ্বিতীয় কোয়ার্টারের ২৯ মিনিটে এগিয়ে যায় আজাদ এসসি। খোরশেদের দারুণ এক ফিল্ড গোলে ব্যবদান ১-২ এ বাড়িয়ে নেয় তারা। তৃতীয় কোয়ার্টারের ৪৪ মিনিটে প্রিন্স কুমারের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে সমতায় ফেরে বাংলাদেশ এসসি। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুদলই চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।