বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ শুরু আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল সোমবার। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটোন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমি দুইটা সিরিজে চাই, যেন আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। ব্যাকফুটে থাকব, এর অর্থ… চ্যালেঞ্জের কথা বলছি। এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে। যে জিনিসগুলো ভবিষ্যৎ মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’

বাংলাদেশ দল সঠিক পথেই আছে জানিয়ে লিটন বলেন, ‘সংস্করণ ভেদে না ক্রিকেটারের মানসিকতা বলেন বা আগ্রাসনটা একটু পরিবর্তন হয়ে যায়। উইকেট ভেদেও হয়, সংস্করণ ভেদেও হয়। তাই আমার মনে হয়, যেহেতু এই সংস্করণটা খেলোয়াড়রা জানে, অনেকদিন ধরে খেলছে এবং বেশিরভাগ খেলোয়াড় সফল হয়েছে। তো তারা জানে যে কোন ঘরানার ক্রিকেট খেললে এখানে সফল হওয়া যাবে।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.