ক্রীড়া প্রতিবেদক
ফিফা আন্তর্জাতিক প্রতি ম্যাচে আগামীকাল কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কম্বোডিয়ায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির জন্য একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। টিফি আর্মি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। কম্বোডিয়া বাংলাদেশের সামনে কোন অচেনা প্রতিপক্ষ নয়। দু’দল এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। ফিফা র্যাংকিংয়ে কম্বোডিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশকে কখনো হারাতে পারেনি। চারবার জিতেছে বাংলাদেশ । একটি ম্যাচ হয়েছে ড্র।
তবে কম্বোডিয়াকে হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ। সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন কম্বোডিয়ার ফুটবলারদের সামর্থ্য আছে। তবে সব কিছুর পর ভারতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ মূল লক্ষ্য বলে জানিয়েছেন জামাল।
কম্বোডিয়ার মাটিতেই বাংলাদেশ শেষবার কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিল। গত বছর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জয় পেয়েছিল। ২৩ মিনিটে রাকিব হোসেন জয়সূচক গোলটি করেছিলেন। তখনো বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন হ্যাভিয়ের কেবরেরা। সংবাদ সম্মেলনে সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশ কম্বোডিয়া ম্যাচের ভেন্যু ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অলিম্পিক স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে।