বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর বিস্তারিত জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রীতি মাচে অংশ নেবে বাফুফে এলিট ওমেন্স ফুটবল একাডেমি ও চায়না ইউনিভার্সিটিস ওমেন্স ফুটবল ইউনাইটেড টিম।

বাংলাদেশে অবস্থিত চায়না অ্যাম্বেসী ও বাফুফের যৌথ ব্যবস্থাপনায় এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচ বাংলাদেশের মেয়েদের দক্ষতা বাড়াবে বলে মনে করেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এরকম ম্যাচ আয়োজন দুই দেশের সম্পর্কে আরও উন্নয়ন ঘটাবে বলে বিশ্বাস করে চীনের প্রতিনিধি।

এই ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সুরমা জান্নাত। আর হেড কোচ হিসেবে থাকছেন মাহবুবুর রহমান লিটু। শনিবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। দর্শকরা বিনা মূল্যে স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.