ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা প্রত্যাশী দুই দলের কেউ জয় পায়নি। বাংলাদেশ ও ভারত পয়েন্ট ভাগাভাগি করে মাঠে ছেড়েছে। দু’দলের ম্যাচ আজ গোলশুন্য ড্র হয়েছে।
সাফের এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত দু’দলই শিরোপার অন্যতম দাবিদার। প্রথম ম্যাচে ভারত ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভুটানকে। আর বাংলাদেশ দল নেপালকে হারায় ৩-১ গোলে। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ জালের ঠিকানা খুজে পায়নি কোন দলই। বাংলাদেশ ও ভারত গোলের চেষ্টায় থাকলেও সফল হতে পারেনি কেউই। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর দ্বিতীয়ার্ধও একই অবস্থায় শেষ হয়েছে।
এই ড্রয়ের ফলে বাংলাদেশ ও ভারত দু’দলেরই পয়েন্ট এখন চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দুই দল আগামী বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।