ক্রীড়া প্রতিবেদক
১২ দলের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। খেলা হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। এবারই প্রথম অংশ নিচ্ছে বাফুফের এলিট ফুটবল একাডেমি দল।
চ্যাম্পিয়নশিপ লিগের বাকি ১১ দল হচ্ছে ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড, নোফেল স্পোটিং ক্লাব, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, কাওরানবাজার প্রগতি সংঘ, আজমপুর ফুটবল ক্লাব উত্তরা, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড। আগামীকাল উদ্বোধনী ম্যাচে বিকেল ৪ টায় মুখোমুখি হবে নোফেল স্পোটিং ক্লাব ও বিএফএফ এলিট ফুটবল একাডেমি। এরপর সন্ধ্যা সোয়া ছয়টায় ফর্টিস স্পোর্টিং ক্লাব লিমিটেড লড়বে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

বাফুফের এলিট একাডেমি চ্যাম্পিয়ন ও রানার্সআপ হলেও প্রিমিয়ার লিগে উঠতে পারবে না। ম্যাচের অভিজ্ঞতা বাড়ানোর জন্যই এলিট টিম খেলছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। পেশাদার লিগ কমিটির আওতাধীন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের উপ কমিটির প্রথম সভা আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। এছাড়াও সভায় কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণকারী ক্লাব সমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।