ক্রীড়া প্রতিবেদক
আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হল মোবাইল অপারেটর কোম্পানি রবি। সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি করেছে রবি। চুক্তি অনুযায়ী রবি ৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি ও রবির মধ্যে আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি।
চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যেসব ক্রিকেটার রয়েছেন তারা অন্য টেলিকম সেবা প্রদানকারী কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না। তবে যাদের চুক্তি চলমান আছে সেই চুক্তি সম্পন্ন করতে পারবেন।
এর আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল রবি। তবে পুরো চুক্তির মেয়াদ শেষ করতে পারেনি বিসিবি ও রবি। আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হওয়ায় রবিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।