ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে স্পেনের হাভিয়ের কাবরেরাকে নিয়োগ দিয়েছে ফুটবল ফেডারেশন। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে আজ নতুন কোচের নাম ঘোষণা করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। নতুন কোচ হাভিয়েরের সঙ্গে ১১ মাসের চুক্তি করেছে ফুটবল ফেডারেশন।
ইংল্যান্ডের জেমি ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে নেমেছিল ফুটবল ফেডারেশন। অনেক কচের বায়ো ডাটা নিয়ে কাজ করেছে ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত ৩৭ বছর বয়সী হাভিয়ের কাবরেরার উপর আস্থা রাখলো ফুটবল ফেডারেশন।
সর্বশেষ স্প্যানিশ লা লিগার ক্লাব আল আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন তিনি। যুক্তরাস্ট্রে বার্সা একাডেমির হেড কোচের দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা আছে উয়েফা প্রো লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচের।
বাংলাদেশের নতুন এই কোচের প্রথম অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এ মাসে ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ জানুয়ারি। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসবেন হাভিয়ের কাবরেরা।