ক্রীড়া প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর কি হবে বাংলাদেশের মেয়েদের ইতিহাস গড়ার দিন। সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সোয়া পাঁচটায়। মেয়েদের এই সাফের শিরোপা কখনও জিততে পারেনি বাংলাদেশ। নেপালের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। ভারত এই আসরকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আগের পাঁচ আসরে সবক’টিতেই চ্যাম্পিয়ন তারা। তাই বাংলাদেশ ও নেপাল দু’দলের কাছেই ইতিহাস গড়ার হাতছানি।
পুরো টুর্নামেন্টে দাপটের সাথে খেলে ফাইনালে এসেছে বাংলাদেশ দল। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাফে যাত্রা করে সাবিনারা। এরপর পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয়। গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে বাংলাদেশ।
আর ফাইনালে উঠার লড়াইয়ে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় সাবিনারা। বাংলাদেশের মেয়েরা সর্বোচ্চ চেষ্টাই করবে বলে জানিয়েছেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন। নেপাল স্বাগতিক দর্শকের সমর্থন পাবে। এতে বাংলাদেশের জন্য কোন সমস্যা দেখছেন না অধিনায়ক সাবিনা খাতুন।