ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দু’টি টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ শেষ হয়েছে। দলগুলো এবার প্রস্তুত হচ্ছে পেশাদার লিগ অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য। পেশাদার লিগ কমিটির সভায় আজ সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রিমিয়ার লিগ ফুটবল। তবে সবগুলো ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
বসুন্ধরা কিংস তাদের নিজস্ব স্টেডিয়ামকে হোম ভেন্যু করতে চায়। এজন্য তারা বাফুফের কাছে আবেদন করেছে বলে জানিয়েছেন সালাম মুর্শেদী। এ মাসের মধ্যেই বসুন্ধরা কিংসের স্টেডিয়ামের কাজ শেষ হবে। ১২ দলের প্রিমিয়ার লিগ হবে কমপক্ষে ছয়টি ভেন্যুতে।
প্রিমিয়ার লিগের দলগুলো ছাড়াও চ্যম্পিয়নশিপের দলগুলো নিয়ে আজ সভা করেছে পেশাদার লিগ কমিটি। সেখানে সিদ্ধান্ত হয়েছে ২০ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা। সব খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল হবে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
১২ দলের টুর্নামেন্টে তিনটি দল নতুন। এই তিনটি দল হচ্ছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাব, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ও বাফুফের এলিট একাডেমি। বাফুফে এলিট একাডেমি বিসিএলে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলেও তারা পেশাদার লিগে উন্নীত হবে না। একাডেমির ফুটবলাররা যেন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে পারে তাই তাদের সুযোগ করে দেয়া হচ্ছে বলে জানান সালাম মুর্শেদী।