ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের মাটিতে টেস্টে বাবর আজমদের হোয়াইটওয়াশ করে এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। এবার সাকিব-মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর। চলতি মাসেই দেশটিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।
এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে। তবে হামলার হুমকি নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিম গণমাধ্যমে বলেন, ‘এই রকম হুমকি তো থাকেই। সব দেশের খেলার জন্যই এমন কিছু না কিছু থাকে। আমার মনে হয় না এটা বড় কোনো ব্যাপার। আমাদের ট্যুর যেভাবে সূচি দেওয়া আছে আমরা সেভাবেই যাব। দলে কোনো ইনজুরির সমস্যা নেই। দুই-তিন দিনের মধ্যেই আমাদের ভারত সফরের দল দিয়ে দেওয়া হবে।’