ক্রীড়া প্রতিবেদক
ভবিষ্যতের খেলোয়াড় তৈরীর লক্ষ্যে সারা দেশ থেকে ফুটবলার বাছাই কার্যক্রম অর্থাৎ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে হচ্ছে এই বাছাই কার্যক্রম। এরই মধ্যে সবক’টি বিভাগের অধীনস্থ জেলাসমূহ থেকে ফুটবলার বাছাই করা হয়েছে। এখন বিভাগীয় পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করা হচ্ছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ হতে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়দের নিয়ে বাফুফে অনূর্ধ্ব-১৬ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এখান থেকে বাছাইকৃত খেলোয়াড়রা পরবর্তীতে বাফুফে এলিট ফুটবল একাডেমিতে যোগ দেবে। আগামী ২৪ জানুয়ারি আটটি বিভাগের বাছাই কার্যক্রম সম্পন্ন হবে।

কমলাপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক, ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাশ রূপু, টিপু সুলতান, মহিদুর রহমান মিরাজসহ বাফুফের ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা।