ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। ২০১৮ সাল থেকে এতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল ছিল।
বাফুফের আয়ের সিংহভাগ আসে ফিফার ফান্ড থেকে। সেই ফান্ডের অর্থ ব্যয়ে নির্দেশনা না মানায় ফিফা বাফুফেকে অর্থ ছাড়করণ করতো বেশি কিস্তিতে। বাফুফেকে পর্যবেক্ষণের পর ফিফা সেই অর্থ ছাড়করণের শিথিলতা প্রত্যাহার করেছে। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিফার কাছ থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে বাফুফে।
২০১৮ সাল থেকে ফিফা’র আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সম্মানিত সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।
এতদিন নিষেধাজ্ঞা থাকলেও অর্থ প্রদান অব্যাহত রেখেছিল ফিফা। তবে নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন এসব ঝামেলা থেকে মুক্তি পেয়েছে বাফুফে।