বাফুফে ভবনে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ

ক্রীড়া প্রতিবেদক

বাবা শরিফ আহমেদ এর সাথে ছেলে জায়ান আহমেদ। ফুটবল ফেডারেশন ভবনে হাস্যজ্জল যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। বাবা-মা দুজনে বাংলাদেশী।।জায়ানের বয়স ২০ বছর। তিন ভাই বোনের মধ্যে জায়ান সবার বড়। পরিবারের ছোট ভাই ও ছোট বোন রয়েছে।  বাবা-মায়ের সাথে বসবাস করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।

তার পড়াশোনার বিষয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। চার বছর বয়সে ফুটবল শুরু। খেলেন লেফটব্যাক হিসেবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির যে লীগ লিগ হয় সেখানে ডিভিশন ওয়ানে খেলেন জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে। বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন জায়ানের।

হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলতে ফিফার অনুমতি পাওয়ার পর লাল-সবুজ জার্সির আকর্ষণ বেড়েছে অনেক প্রবাসী তরুণের। তাদেরই একজন জায়ান আহমেদ। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সাইফুল বারী টিটুর সাথে আজ দেখা করেছেন জায়ান আহমেদ। টিটু তার খেলার ভিডিও দেখেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলে আগে জায়ানকে পরখ করতে চান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে চান জায়ান আহমেদ। তবে জাতীয় দলই তার চূড়ান্ত লক্ষ্য। হামজা চৌধুরীর কারণে বাংলাদেশ ফুটবলে অনেক পরিবর্তন আসবে বলে মনে করেন জায়ান আহমেদ। বাবা শরিফ আহমেদ খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের হয়ে। ছেলেকে এবার বাংলাদেশ সিনিয়র জাতীয় দলে দেখতে চান।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.