ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ বারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সভাপতি নির্বাচিত হতে চলছেন। আগামী ২৫ শে জুন অনুষ্ঠিতব্য সাফের নির্বাচনে তিনি একাই প্রার্থী হয়েছেন। দক্ষিণ এশিয়ার ফুটলের সর্বোচ্চ সংস্থা সাফে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হতে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, কাজী মোঃ সালাউদ্দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আমি আশা করি তার যোগ্য নেতৃত্বে দক্ষিণ এশিয়া অঞ্চল এবং দেশের ফুটবল আরো এগিয়ে যাবে।