ক্রীড়া প্রতিবেদক
ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করলেও বার্মিংহাম কমওয়েলথ গেমসের ভারোত্তোলনে অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ঠ থাকত হলো মাবিয়া আক্তার সীমান্তকে। মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে মাবিয়ার সাথে লড়েছেন আরও ১১জন প্রতিযোগি। স্ন্যাচে সর্বোচ্চ ৭৮ কেজি আর ক্লিন এন্ড জার্কে ১০৩ কেজি মিলে মোট ১৮১ কেজি ওজন তুলেছেন মাবিয়া।
ক্যারিয়ারে মাবিয়ার এটা সেরা পারফরম্যান্স। শুরুত স্ন্যাচে প্রথম চেষ্টায় ৭৪ কেজি তুলেন। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় ৭৮ কেজি তুলেন মাবিয়া। তৃতীয় চেষ্টায় ৮০ কেজি তুলতে গেলেও আর পারেন নি। এরপর ক্লিন এন্ড জার্কে ১০৩ কেজি তুলেছেন মাবিয়া আক্তার সীমান্ত। অষ্টম হলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া। খেলতে গিয়েও ইনজুরিতেও পড়েন মাবিয়া। ইনজুরিও কিছুটা প্রভাব ফেলেছে তার পারফরম্যান্সে।
এদিকে পুরুষ বক্সিংয়ে রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশের সেলিম হোসেন হেরে গেছেন ভারতের প্রতিপক্ষের কাছে। অন্যরা যেভাবে অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশের বক্সাররা সেই সুযোগ পায় না। তাই বিশ্ব মঞ্চে বার বার ব্যর্থ হতে হচ্ছে বলে জানালেন সেলিম হোসেন।