বাহরাইনকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মোঃ শফিকুল আলম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েদের এতটা গোলের নেশায় দেখা যায়নি যেটা দেখা গেল আজ মিয়ানমারে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে। ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে রীতিমতো পাড়ার দলে বানিয়ে ছেড়েছে বাংলাদেশ নারী দল। গুনে গুনে বাহরাইনের জালে সাত গোল দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমার্ধে পাঁচ গোল দেয়ার পর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল দিয়েছে বাংলাদেশ। এফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলছে সি গ্রুপে। ফিফা র‍্যাংকিংয়ে একমাত্র তুর্কমেনিস্তান

বাংলাদেশের পেছনে। বাহরাইন ও মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে। মিয়ানমার অনেক এগিয়ে আর তারা বাছাই পর্বের স্বাগতিক। সি গ্রুপে ফেভারিট মিয়ানমার। আবার আজ তারা তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৮-০ গোলে। মিয়ানমার যেহেতু শক্তিতে অনেক এগিয়ে তাই বাংলাদেশ দল মিয়ানমারের সাথে ড্র করে বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের কৌশল সাজিয়েছে। সে পরিকল্পনার প্রথম ধাপে দারুন সফল হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করবে।

১০ মিনিটে শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ঠাণ্ডা মাথায় বাহরাইনের গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠান শামসুন্নাহার। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। স্বপ্না রানীর বাড়িয়ে দেওয়া বলে বা দিক থেকে ঋতুপর্ণা চাকমার আড়াআড়ি জোরালো শটে জাল কাঁপে বাহরাইনের। দেখার মত এক গোল করেন ঋতুপর্ণা চাকমা। মনে হচ্ছিল ইউরোপিয়ান কোন লিগে গোল করছেন ফুটবলার।

২৫ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন মনিকা চাকমা। গোলরক্ষককে একদম একা পেয়েও বল পাঠিয়ে দেন পোস্টের উপর দিয়ে। অথচ এর চেয়ে কঠিন অঙ্গেলে থেকেও গোল করেন ঋতুপর্ণা চাকমা। ৪০ মিনিটে স্কোর লাইন ৩-০ করে বাংলাদেশ। জটলা থেকে আলতো টোকায় বল জালে পাঠান কোহাতি কিস্কু।

বিরতিতে যাওয়ার আগে আরো দুই গোল করে বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেন তহুরা খাতুন। দুই মিনিট পর আবারও বাহারানে জালে বল। এবারও গোল করেন তহুরা। দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু সুযোগগুলো সেভাবে কাজে লাগাতে পারেনি। তাই দুই গোল করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

৬০ মিনিটে আত্মঘাতী গোলে আরো পিছিয়ে পড়ে বাহারাইন। গোলমুখ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বাহারানের ফুটবলার। ৭৪ মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় মুনকি আক্তার। এরপর ম্যাচে আর কোন গোল না হলে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২ জুলাই মিয়ানমারের বিপক্ষে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.