বাহরাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে বাহরাইনের বিপক্ষে। আগামী ১৮ ও ২২ আগস্ট ম্যাচ দুটি বাহরাইনে অনুষ্ঠিত হবে।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।

ভিয়েতনামের কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য বাংলাদেশের ফুটবলারদের ৫ দিন আগে দেশটিতে পাঠানো হবে। আজ (বুধবার) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে ৩ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। আগামী বছর ১ থেকে ২৫ জানুয়ারি সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ। বাছাই পর্ব থেকে ১৫ দল উঠবে। স্বাগতিক সৌদি আরব খেলবে সরাসরি।

বাছাই পর্বে অংশ নেবে ৪৪টি দেশ। খেলা হবে ১১ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। গত আসরের বাছাই পর্বে বাংলাদেশ খেলেছিল থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়ার সাথে ‘এইচ’ গ্রুপে। গ্রুপের সব ম্যাচ হেরে শূন্য হাতে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.