ক্রীড়া প্রতিবেদক
বাহরাইনের মানামা শহরে আগামী ২২ থেকে ৩১ অক্টোবর এশিয়ান ইয়ুথ গেমসের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। এশিয়ার ৪৫টি দেশের প্রায় ৪ হাজার তরুণ ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবে।
এশিয়ান ইউথ গেমসে বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গেমসে বাংলাদেশ ১৩ টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। তবে কাবাডিতে পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর। গেমসে আজ থেকে শুরু হয়েছে কাবাডি প্রতিযোগিতা। বাংলাদেশের বালক ও বালিকা দল কাবাডিতে অংশ নিয়েছে।
এশিয়ান ইউথ গেমসে বাংলাদেশ দলের শৃঙ্খলার বিষয়টা বেশ গুরুত্বসহকারে দেখছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর। এর আগের দুটি আসরে বাংলাদেশ অংশ নিলেও কোন পদক জিততে পারেনি। এবার ১৩ টি ডিসিপ্লেনে বাংলাদেশের মোট ৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এশিয়ান ইয়ুথ গেমসে।