ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিওএ’র সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), কাজী নাবিল আহমেদ, শেখ বশির আহমেদ, অঞ্জন চৌধুরী, উপ-মহাসচিব ইন্তেখাবুল হামিদ, আশিকুর রহমান মিকু, নজিব আহমেদ, কোষাধ্যক্ষ এ, কে সরকার এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিওএ’র মহাপরিচালকসহ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং সেনাসদরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।