বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিমানবাহিনী

ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবস হকির ফাইনালে পৌছেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। সোমবার দুপুর আঢ়াইটায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। শনিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালের প্রথমটিতে নৌবাহিনী হকি খেলোয়াড় কল্যান ঐক্যকে ৪-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপিকে ৫-২ গোলে হারিয়েছে বিমান বাহিনী।

নৌ বাহিনীর আক্রমনাত্বক খেলার সামনে প্রথম দুই কোয়ার্টার লড়াই করলেও শেষ পর্যন্ত আর তাল সামলাতে পারেনি হকি খেলোয়াড় কল্যান। ১২ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি হকি খেলোয়াড় কল্যান ঐক্যর ডিফেন্সের বাধা টপকে দ্বীন ইসলামকে কাট ব্যাক করেন। গোল পেস্টের সামনে তাকে অবৈধ ভাবে রূখে দেয়া হলে পেনাল্টি পায় নেী নৌবাহিনী। আশরাফুল ইসলাম পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি।

হকি খেলোয়াড় কল্যান ঐক্য ৪০ মিনিটে আমিরূল ইসলামের পেনাল্টি কর্নারে ম্যচে ফেরে। স্কোরবোর্ডে ১-১ দেখা যায় তবে বিমান বাহিনী তাদের সেরাটা রেখে দিয়েছিল শেষ দুই কোয়ার্টারের জন্য। এ দুই কোয়ার্টারে আরও তিনটি গোল যোগ করে তারা। ৪৯তম মনিটে আশিরাফুল আবারও ড্র্যাগে নৌ বাহিনীকে এগিয়ে দেন, ৪৯তম মিনিটে রোমান সরকার তৃতীয় এবং ৫৮ মিনিটে মাহবুব হোসেন চতুর্থ গোল করে দলকে পৌছে দেন ফাইনালে।

দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বিকেএসপির তরূণরা। বিমান বাহিনীর পেনাল্টি কর্ণার মাস্টার সোহানুর রহমান সবুজ একাই পাঁচ গোল করে ঝড় তুলেছেন নীল টার্ফে। ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে গোল গুলো করেন তিনি। বিকেএসপির গোল দুটো আসে মেহেদি হাসান অভি ও হুজায়ফা হেসেনের স্টিক থেকে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.