বিজয় দিবস হ্যান্ডবলে পুরুষ বিভাগে বিজিবি ও নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর নারী বিভাগের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। শহীদ (ক্যাপ্টেন) এম, মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ পুরুষ ও নারী বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগের ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আনসার ও ভিডিপি। বিজিবি প্রথমার্থে ১৫-১০ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আনসার ও ভিডিপিকে ৩০-২৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাঠে বিজিবির খেলোয়াড়রা। বর্ডার গার্ড বাংলাদেশ দলের তারিকুর রহমান প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন।

পুরুষ বিভাগের না পারলেও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। আনসার ৩৩-১৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্থে ১৬-০৯ গোলে এগিয়ে ছিলো আনসার। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের আলপনা আক্তার।

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ও সাংগঠনিক কমিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.