ক্রীড়া প্রতিবেদক
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
এবারের প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৬টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১২টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, জামালপুর স্পোর্টস একাডেমি ও আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি, কুষ্টিয়া।
নারী বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, জামালপুর স্পোর্টস একাডেমি, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল।
উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে মুখোমুখি হয় জামালপুর স্পোর্টস একাডেমি ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ম্যাচে জামালপুর ৪৭-১৮ গোলে জয়ী হয়। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩১-১৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারায়। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৭-১৮ গোলে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলকে পরাজিত করে। পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৫২-০৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে পরাজিত করে।