ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই থামতে হলো বাংলাদেশকে। ভারতের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই হারের ফলে ভারতের বিপক্ষে প্রতিশোধ নেয়া হলো না বাংলাদেশের। গত মাসে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। সেই হারের প্রতিশোধ নেয়ার পণ করেছিলেন ইমরান, মিরাজরা। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না তারা।
গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলে টুর্নামেন্টে ফেভারিট হিসেবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৫-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে যায় লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ চারে ভারতের বিপক্ষে সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ভারত। বা পায়ের শটে দারুণ এক গোল করেন গ্যাংটে।
৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। তবে এই গোল নিয়ে বিতর্ক আছে। ভারতীয় ফুটবলার যখন গ্যাংটের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন তখন অফসাইডে ছিলেন গ্যাংটে। বাংলাদেশের ফুটবলাররা অফসাইডের দাবি তুলেছিল। অফসাইড ভেবে বাংলাদেশের গোলকিপার সোহানুর রহমান অতোটা সিরিয়াস ছিলেন না। গোলকিপারকে একা পেয়ে বল জালে জড়ান গ্যাংটে। ভারতীয় ফুটবলাররাও দ্বিধায় ছিলেন এই গোল নিয়ে। তবে রেফারি থেকে গোল নিয়ে কোন আপত্তি না আসলে পরে উল্লাস করেন ভারতীয় ফুটবলাররা। দুই গোলে পিছিয়ে থাকার পর ৬৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে গোল করেন মিরাজুল ইসলাম। এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।