ক্রীড়া প্রতিবেদক
বিতোশোক চাকমা। প্রবাসী ফুটবলারদের ম্যাচে সবচেয়ে আলোচনায় তিনি। যুক্তরাস্ট্রে খেলেন ব্রুকলিন এফসি ক্লাবে। জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে যেভাবে গোল করেছেন আর যে পারফরম্যান্স করেছেন তাতে সবার নজর কেড়েছেন বিতোশোক। সোশাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা এখন বেশ সরগরম। বিতোশোককে বাংলাদেশের আগামী দিনের তারকা বলছেন অনেকে।
ম্যাচে বাংলাদেশ দলের গোল করার যে ঘাটতি রয়েছে বিতোশোক সেই অভাব পূরণ করতে পারবেন বলে অনেকেই সোশাল মিডিয়ায় জানাচ্ছে। বিতোশোকের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য।
নিজের ফেসকুক পেজে বিপ্লব ভট্টচার্য লিখেছেন, আমি সত্যিই তার মধ্যে একজন সম্পূর্ণ পেশাদার ফুটবলারের সব গুনাবলী দেখে মুগ্ধ। তার অবস্থান, ফুটওয়ার্ক, গতি, ড্রিবলিং, ক্রসিং ক্ষমতা এবং স্কোর করার ক্ষমতা দেখার মতো। আমার কাছে মনে হচ্ছে সে আমাদের সেরা সংগ্রহ। আমার চোখে অনূর্ধ্ব-১৯ ট্রায়ালে সেরা বাংলাদেশী ভাই।