ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন তরফদার মোঃ রুহুল আমিন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাফুফের বর্তমান সহ সভাপতি ইমরুল হাসান।
আজ ব্যালট নাম্বার প্রদান করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী। সহ-সভাপতির চারটি পদের জন্য প্রার্থী ৬ জন। ফাহাদ করিম, ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি), নাসের শাহরিয়ার জাহেদী, শফিকুল ইসলাম মানিক , সাব্বির আহম্মেদ আরেফ,ও রুম্মান বিন ওয়ালী সাব্বির সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সদস্য পদে প্রার্থী অনেক। ১৫ টি পদের জন্য নির্বাচন করছেন ৩৭ জন। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন।