ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। ৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
দু’টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে হবে দ্বিতীয় পর্ব। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে ১২টি ম্যাচ। এরপর ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে হবে ১২টি ম্যাচ। বিপিএলের শেষ পর্ব হবে মিরপুরে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
টিকেটের জন্য আজ সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছে সমর্থকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও টিকেট সংগ্রহের কোন তথ্য পাননি তারা। বিসিবি অবশ্য জানিয়েছে, মধুমতি ব্যাংক পিএলসির সাত মনোনীত শাখা থেকে এবং অনলাইন বুথ থেকে টিকেট কেনা যাবে।