বিপিএলের প্রথম ম্যাচ জিতল ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস ম্লান হয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের ঝড়ের সামনে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে ১৯৮ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিলো নবাগত দূর্বার রাজশাহী। সপ্তম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফের দুটি ঝোড়ো ফিফটিতে ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। ৪ উইকেটের দারুন এই জয় তুলে নেয় তামিম ইকবালের দল।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। ২৬ বলে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২১ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ।

অথচ রাজশাহীর বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বরিশাল। দলের দুই সেরা ব্যাটার, ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তামিম ৭ রান করলেও শান্ত কোন রানই করতে পারেন নি। তৌহিদ হৃদয় ২৩ বলে ৩২ রান করেন। মুশফিকুর রহিম করেন ১১ বলে ১৩ রান। শাহিন আফ্রিদির ১৭ বলে ২৭ রান বরিশালের জয়ে ভূমিকা রেখেছে।

এর আগে রাজশাহী রানের পাহাড়ে উঠে ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটিংয়ের কারণে। বিপিএলে আজই হয়তো কোন ব্যাটারের প্রথম সেঞ্চুরি দেখে ফেলত। একটি বা দুটি বল পেলেই ইয়াসির আলী হয়তো সেঞ্চুরির দেখা পেতেন। ৪৭ বলে ৯৪ রানের ঝড় তুলে অপরাজিতা থাকেন তিনি। তার ইনিংসে ছিল আটটি ছয় ও সাতটি চারের মার। এছাড়া অধিনায়ক এনামুল বিজয় ৫১ বলে ৬৫ রান করেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.