ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আগামীকাল। তবে কাল একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বসুন্ধরা কিংস আতিথেয়তা দিবে রহমতগঞ্জকে। বিকেল তিনটায় শুরু হবে এই ম্যাচ।
দু’দলই এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচ জিতেছে ও একটি ম্যাচ হেরেছে বসুন্ধরা কিয়া। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা আবাহনী। বসুন্ধরার প্রতিপক্ষ রহমতগঞ্জ বিপিএলে এখন পর্যন্ত সুবিধে করতে পারেনি। চার ম্যাচে কোন জয়ের দেখা নেই তাদের। তিনটি ম্যাচ হেরেছে আর ড্র করেছে একটি। এক পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে আছে রহমতগঞ্জ।
বসুন্ধরার লক্ষ্য আগামীকাল রহমতগঞ্জকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে তারা। এবারের প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের শুরুটা অবশ্য হয়েছিল দুঃস্বপ্নের মধ্য দিয়ে। স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে হেরে যায় কিংসরা। তবে দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস উত্তর বারিধারার বিপক্ষে জয় পায় ১-০ গোলে। পরের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকেও হারায় একই ব্যবধানে। তবে নিজেদের মাঠে স্বরুপে হাজির হয় অস্কার ব্রুজনের শিষ্যরা। পুলিশ ফুটবল ক্লাবকে ৩-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। ফর্মের এই ধারাবাহিকতা বসুন্ধরা ধরে রাখতে চায় রহমতগঞ্জের বিপক্ষেও।