বিপিএলে চট্টগ্রামের দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চট্টগ্রাম কিংস। আজকের ম্যাচে মোহাম্মদ মিঠুনদের দল খুলনা টাইগার্সকে ২০১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানে থেমে যায় মেহেদী হাসান মিরাজদের ইনিংস, ফলে ৪৫ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ৮ বলে ৩ রান করে ফিরে যান ওপেনার ডম শিবলি। মিরাজ ৩ চারের সঙ্গে ১ ছক্কায় আক্রমণাত্মক শুরু করলেও শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে আউট হন। ৩০ রানে মিরাজের বিদায়ের পর দ্রুতই নাইমও ফিরে যান। তিনি করেন ৭ বলে ৯ রান। দলীয় ৪২ রানে নাইমের বিদায়ের পর কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

দারুইশ রাসুল কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। তিনি ৩১ বলে ৩৭ রান করেন। আফিফ হোসেন ১৫ বলে ১৫ রান যোগ করার পর খুলনার ব্যাটিং লাইনআপ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানে থামে তাদের ইনিংস।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে চট্টগ্রাম। দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার উসমান খান। তবে এর পরেই দুর্দান্ত ব্যাটিং করেন গ্রাহাম ক্লার্ক। আবু হায়দার রনির প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করেন তিনি। মিরাজ এবং মোহাম্মদ নেওয়াজের স্পিন সামলে অভিষিক্ত মাহফুজুর রাব্বির এক ওভারে টানা তিন ছক্কা হাঁকান ক্লার্ক। একাই সেই ওভারে তোলেন ২০ রান। সালমান ইরশাদের এক ওভারেও একটি চার এবং একটি ছক্কা মেরে তাণ্ডব চালান।

ক্লার্কের বিধ্বংসী ইনিংস থামে ৪৮ বলে ১০১ রানে। এই ইনিংসে ছিল সাতটি চার এবং ছয়টি বিশাল ছক্কা। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬৩ বলে ১২৮ রানের জুটি গড়ে চট্টগ্রামের বড় স্কোরের ভিত গড়েন ক্লার্ক। পারভেজ করেন ২৯ বলে ২৯ রান।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.