ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে। অন্য ম্যাচে উত্তর বারিধারা ক্লাব একই ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। ২৪ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করেন থ্যাংকগড। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় চট্টগ্রামের দলটি। ৭১ মিনিটে ওমিডের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৭৯ মিনিটে জাহেদুল আলম স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে এক গোল পরিশোধ করেন। এই জয়ের ফলে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। চার পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ টেবিলের নবম স্থানে।
আরেক ম্যাচে গোপালঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ কেসি। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়েছে ম্যাচে। ৫৮ মিনিটে আরিফ ও ৬৫ মিনিটে সুজন গোল করে উত্তর বারিধারাকে ২-০ গোলে এগিয়ে নেন। ৮৮ মিনিটে মুক্তিযোদ্ধার সোমা গোল করে পরাজয়ের ব্যবধান কমান। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বারিধারা অষ্টম স্থানে। মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে না পারায় তাদের পয়েন্ট শুন্য।