বিপিএলে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব জয় দিয়েই শুরু করেছে বসুন্ধরা কিংস। লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। কিংস দুটি গোলই করে প্রথমার্ধে।

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। চলতি লিগে বসুন্ধরার হয়ে তৃতীয় গোল করলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে চ্যাম্পিয়নরা। ৩০ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস।স্পটকিক থেকে গোল করে কিংসের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা। এবারের মৌসুমে ঘরোয়া লিগে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পঞ্চম গোল। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে টেবিলের তলানিতে থাকা চট্টলার দলটির পয়েন্ট ৩।

thumbnail 1740285212382

আরেক ম্যাচে ঢাকা আবাহনী ৬-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। এই মৌসুমে আবাহনীর এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। প্রথম পর্বে আবাহনীর কাছে ইয়ংমেন্স হেরেছিল ২-০ গোলে। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী আছে টেবিলের দুইয়ে। আগের ৯ পয়েন্ট নিয়ে আটে ইয়ংমেন্স।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.