ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান আজ ৫-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ২২ মিনিটে মোহামেডানের তপু দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) পেয়ে মাঠ ছাড়লে মোহামেডানকে বাকি সময় খেলতে হয় ১০জন নিয়ে।
মোহামেডানের নিয়মিত অধিনায়ক সুলেমান দিয়াবাতে নেই। মোহামেডানের জয়ের নায়ক পাশাপাশি ম্যাচের প্রাণভোমরাও তিনি। সুলেমান না থাকলেও মোহামেডান দুই ম্যাচে তার অনুপস্থিতি টের পায়নি। জয় অব্যাহত রাখতে পেরেছে। মোহামেডানের ৫ গোলের পাশে এক গোল আছে চট্টগ্রাম আবাহনীরও। ৬ গোলের ম্যাচের একটি আত্মঘাতি। সেলিম রেজা নিজেদের জালে বল পাঠিয়ে মোহামেডানের গোলের পাল্লা ভারি করেছেন ৮৫ মিনিটে।
অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঝলক দেখিয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির স্যামুয়েল বোয়েটেং। গোলের মালা পরিয়েছেন প্রতিপক্ষকে। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে করেছেন ডাবল হ্যাটট্রিক। দল জিতেছে ৬-১ গোলে। অর্থ্যাৎ, ৬টি গোলই করেছেন বোয়েটেং। দেড় যুগ পর প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিক দেখলো দর্শক। বড় এই জয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো কামাল বাবুর দল।