ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা কিংসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য কোন চমক দেখাতে পারেনি স্বাধীনতা ক্রীড়া সংঘ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের বিপক্ষে ম্যাচটা জিতেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেন সুলেমান দিয়াবাতে। এবারের লিগে এটি মোহামেডানের প্রথম জয়। মোহামেডান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল শেখ রাসেলের সাথে।
প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ তৈরি করেছিল মোহামেডান। কিন্তু জালের ঠিকানা খুঁজে পায়নি। অন্যদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘ বলার মতো তেমন কোনো আক্রমণে যেতে পারেনি। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
৪৮ মিনিটে মোহামেডানের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় ক্রসবার। জাফরের ফ্রি-কিকে হেড নিয়েছিলেন ইয়াসমিন। কিন্তু বল পোস্টে লেগে বাইরে চলে যায়। তবে ৭৭ মিনিটে লিড নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোল করেন দলটির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হাসান মুরাদ।
স্বাধীনতা ক্রীড়া সংঘ শেষ কয়েক মিনিট বেশ চাপে রেখেছিল মোহামেডানকে। ৯৪ মিনিটে নাদির বেগের ফ্রি কিক কর্ণারে রক্ষা করেছেন মোহামেডানের গোলকিপার সুজন। এরপর কর্ণার থেকে আসা বলে জটলা থেকে সুযোগ তৈরী হয়েছিল স্বাধীনতার। কিন্তু কাজে লাগাতে পারেনি।
৯৭ মিনিটে আবারও ফ্রি কিক পায় স্বাধীনতা। এ যাত্রায়ও নাদির বেগের শট কর্ণারে রক্ষা করেন মোহামেডানের গোলকিপার। শেষ পর্যন্ত মোহামেডানের ১-০ গোলের জয়ে শেষ হয় ম্যাচ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে মোহামেডান। আর দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ সপ্তম স্থানে।