ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে এগিয়ে গিয়েও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। শেখ রাসেল ২-০ গোলে জয় পেয়েছে মোহামেডানের বিপক্ষে। আর চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ কেসি। ম্যাচের ১০ মিনিটে পিছিয়ে পড়ে বসুন্ধরা। মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন সেলেমানি। পিছিয়ে পড়লেও ফার্স্ট হাফেই ডরিয়েলটনের জোড়া গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ৩৫ মিনিটে ও প্রথমার্ধের শেষ দিকে গোল করেন ডরিয়েলটন। এরপর ৮৮ মিনিটে মতিন মিয়া গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা। এই জয়ের ফলে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নামে চট্টগ্রাম আবাহনী। ৫৩ মিনিটে ডেভিডের গোলে লিড নেয় আবাহনী। তবে পেনাল্টি পায় শেখ জামাল ক্লাব। ৭৬ মিনিটে স্টিওয়ার্ট গোল করে ম্যাচে সমতা আনেন। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শেখ জামাল দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী অষ্টম স্থানে।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শেখ রাসেল কেসির প্রতিপক্ষ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমফোন সানডের জোড়া গোলে শেখ রাসেল ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। তিন খেলায় ছয় পয়েন্ট নিয়ে শেখ রাসেল চতুর্থ স্থানে। আর চার খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে মোহামেডান টেবিলের পঞ্চম স্থানে।