ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণ হয়ে গেছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর রানার্স আপ ঢাকা আবাহনী। পয়েন্ট টেবিলের নিচের সারির দলগুলোর মাঝে হচ্ছে এখন অবনমন এড়ানোর লড়াই। প্রিমিয়ার লিগ থেকে দুটি দলের অবনমন হবে। এএফসি উত্তরার অবনমন হয়ে গেছে। অর্থাৎ আগামী বিপিএলে তারা প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। বাকি একটি দলের অবনমন হবে।
সেই হিসেবে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। রাজশাহীর মুক্তযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসির মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর ৬৫ মিনিটে শাখাওয়াতের গোলে এগিয়ে যায় ফর্টিস এফসি। এরপর ইনজুরি টাইমে গিয়ে ৯২ মিনিটে ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। গোল করেন ইকবাল।
এর ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। ১৭ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে ফর্টিস এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। সমান সংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে অষ্টম স্থানে। এরপর রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা ও এএফসি উত্তরার অবস্থান।