ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা কিংসের সমর্থকদের উল্লাসে মুখরিত মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ঢাকা থেকে মুন্সীগঞ্জ গিয়ে শিরোপা উৎসব করলো তারা। লীগের দুই ম্যাচ বাকি থাকতে টানা তৃতীয় বার শিরোপা নিজেদের করে নিল কিংসরা। দশ জনের দল নিয়েও সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। ঢাকা আবাহনী পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক শিরোপা জিতলো বসুন্ধরা কিংস।
২৩ মিনিটে গোল পেতে পেতেও পায় নি বসুন্ধরা। তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ২৭ মিনিটে সুযোগ নষ্ট করে বসুন্ধরা। মিগুয়েলের কাছ থেকে দারুন জায়গায় বল পেয়েছিলেন নুহা মারাং। কিন্তু সাইফের গোলকিপার পাপ্পু হোসেনের কারণে সফল হতে পারেন নি তিনি।
তবে গোল পেতে বেশী সময় অপেক্ষা করতে হয় নি বসুন্ধরাকে। ২৮ মিনিটে মতিন মিয়ার গোলে লিড নেয় কিংসরা। ৩৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় বসুন্ধরা। ৩৪ মিনিটে সাইফের রহিমকে বাজেভাবে ফেলে দেন ইয়াসিন আরাফাত। দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়াসিন।
৭৫ মিনিটে খুব জোড়ে শট নিয়েছিলেন মারাজ হোসেন। কিন্তু প্রস্তুত ছিলেন বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো। দশ জনের বসুন্ধরাকে পেয়েও ম্যাচে আর ফিরতে পারেনি সাইফ। উল্টো আরও এক গোল হজম করে তারা। ৮১ মিনিটে দারুন এক গোল করেন বিপলু আহমেদ। মতিনের বদলি হিসেবে নেমেছিল বিপলু। ২-০ গোলের দারুন জয়ে চ্যাম্পিয়ন জার্সি পড়ে টানা তৃতীয়বার শিরোপা জয়ের উৎসব করে বসুন্ধরা কিংস।