বিশাল জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বড় জয় তুলে নিলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো মেহেদী হাসান মিরাজের দল।

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন ব্যবধানে জিতেছিল টাইগাররা। এবার পেলো দ্বিতীয় বড় জয়।

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুরের পিচে শুরু থেকেই জাদু দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। বোর্ডে ২৯৬ রানের বড় পুঁজি। বোলিংয়ে দারুণ শুরু করেন নাসুম আহমেদ। তার বাঁহাতি স্পিনে শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রানে হারায় ৩ উইকেট। সবকটি উইকেটই নাসুমের। এরপর বল ঘুরিয়েছেন রিশাদ হোসেন, তানভীর ইসলামরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো দুই ওপেনার খেলেছেন দারুণ আস্থার সঙ্গে। ৯৩ বলে ১০০ আর ১২৮ বলেই ১৫০ রানের জুটি গড়েন তারা। তবে দুজনই ফিরেছেন আক্ষেপ নিয়ে। সাইফ আউট হয়েছেন ৭২ বলে ৮০ করে। মারকুটে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান সাইফ। রস্টন চেজের বলে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দিয়ে নিজের দোষেই ফেরেন এই ডানহাতি ব্যাটার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.