বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশ-ভারত লড়াই

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে  উড়তে থাকা  ভারতের মুখোমুখি হচ্ছে  বাংলাদেশ। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আসরের  চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারত-বাংলাদেশ  ম্যাচটি  শুরু হবে  আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু এরপরের দুই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় টাইগাররা।

অপরদিকে, নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আফগানিস্তানকে ৮ উইকেটে এবং চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেভারিট ভারতই। কিন্তু উপমহাদেশীয়  প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার কারণে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ।

দুই দলের মধ্যকার সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে আছে  বিশ্বকাপের আগ মুর্হূতে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপের একটি ম্যাচও। ২০১৯ বিশ্বকাপের পর মাত্র চারবার মুখোমুখি হয়েছে দু’দল। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের পর থেকে বিশ্বের যে কোন প্রান্তে যে কোন ম্যাচে টিম ইন্ডিয়ার সাথে খেলতে নামলেই উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। এমন নয় সব ম্যাচেই জয় পেয়েছে তারা। কিন্তু প্রতিটি ম্যাচেই ভারতকে চাপে রাখতে সক্ষম হয়েছে  টাইগাররা। এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং হার ৩১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেশীর  ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশে দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার এমন ইনজুরিতে  কিছুটা হলেও চিন্তিত ছিল বাংলাদেশ শিবির। তবে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সাকিব অনুশীলনে ফেরায় পুরো আত্মবিশ্বাসী থাকবে  বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের মাত্র দু’দিন আগে নেটে ৪৫ মিনিট ব্যাট করে ম্যাচের দিন পুরোপুরি ফিট হয়ে ওঠারই  ইঙ্গিত দিয়েছেন সাকিব।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.