ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। গৌহাটিতে বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টিম টাইগ্রেস।এই জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে থাকা লাল-সবুজের দল ইংল্যান্ডের নাম দিয়ে পরের ম্যাচ বিবেচনা করতে চায় না। ভালো খেলে জয়ের দিকে লক্ষ্য রাখতে চায়, জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি জানালেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছিলাম। আমরা কিছু পরিসংখ্যান দেখেছি, কিছু হিসাব-নিকাশ করেছি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মতোই খেলতে চাই। আমরা তাদের নাম দিয়ে বিবেচনা করতে চাই না।’
ওয়ানডেতে এ পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেস বাহিনী। টি-টুয়েন্টিতে চারবারের দেখায় ইংলিশদের কাছে সবই হেরেছে বাংলাদেশ। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় তারা।