বিশ্বকাপে চমক দেখানোর লক্ষ্য বাংলাদেশের নতুন ডাচ কোচের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের নতুন কোচ সিগফ্রাইড আইকম্যানের সাথে দুই দিন আগেই চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আজ ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক লে. কর্ণেল(অব.) রিয়াজুল হাসান। দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে সঙ্গে নিয়ে ডাচ কোচ আইকম্যান বিশ্বকাপকে সামনে রেখে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশের গ্রুপ সঙ্গী অস্ট্রলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ হকি ফেডারেশনের লক্ষ্য যুব হকির সবচেয়ে বড় ও মর্যাদার আসরে প্রথম অংশ নিয়ে যাতে দল লড়াকু খেলাটা খেলতে পারে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ঐ গ্রুপের সবচেয়ে দুর্বল দল।

বাস্তবিক অর্থে এই গ্রুপ থেকে সামনের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দেখছেন না ডাচ কোচ আইকম্যান। এরপরও তিনি আশার বাণী শুনিয়েছেন, ‘অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল। তাদের এই পর্যায়ে ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার কৃত্তিত্ব রয়েছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই।’

বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতে ১০টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে পাঠাবো জুনিয়র দলকে। সেখানে কমপক্ষে চারটা ম্যাচ খেলতে চাই। এছাড়া ইউরোপের দলের সঙ্গে খেলবো আমরা। অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে যেতে পারি আমরা। সেখানে নেদারল্যান্ডস এবং জার্মানির সঙ্গে ১০ দিনের ট্যুর হবে। ওই দেশগুলোর সঙ্গে কমপক্ষে ৬টা ম্যাচ খেলবো।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.