বিশ্বকাপে নারাইনকে চান পাওয়েল

ক্রীড়া প্রতিবেদক

অবসর ভেঙ্গে ঘরের মাঠে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য সুনীল নারাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে গত মঙ্গলবার প্রথম সেঞ্চুরি করেন নারাইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঐ ম্যাচে বল হাতে দুই উইকেটও নেন কোলকাতা নাইট রাইডার্সের নারাইন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলার পর ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সী নারাইন। তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নারাইনকে পাওয়ার প্রত্যাশা করছেন পাওয়েল। রাজস্থানের হয়ে খেলা পাওয়েল বলেন, ‘গত ১২ মাস যাবত তার কানে ফিসফিস করছি আমি। কিন্তু সে কারও কথাই শুনছে না।’ পাওয়েলের আশা, আইপিএলের সাথে যুক্ত থাকা ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং নিকোলাস পুরানরা রাজি করাতে পারবেন নারাইনকে।

বাঁ-হাতি ব্যাটার নারাইন সাধারনত মিডল কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু আইপিএলের এই মৌসুমে কোলকাতার ইনিংস উদ্বোধন করছেন তিনি। মঙ্গলবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারাইন। এখন পর্যন্ত এবারের আসরে ২৭৬ রান করেছেন তিনি। পাশাপাশি হাই-স্কোরিং উইকেটে বল হাতে ৬ দশমিক ৮৭ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করেছেন নারাইন।

এই মৌসুমের শুরুতে নারাইন বলেছিলেন, ‘বাড়িতে বসে আগামী বিশ্বকাপ দেখবেন।’ কিন্তু সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে রহস্যময় প্রতিক্রিয়া ব্যক্ত করেন নারাইন। ২০১২ সালে অভিষেকের পর ৫১টি টি-টোয়েন্টি খেলা নারাইন বলেন, ‘এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল আছে । তবে দেখা যাক ভবিষ্যৎ কি হয়।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.