ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উপ-কমিটির দ্বিতীয় জরুরী সভা আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম। উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সভায় অংশ নেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তারা।
সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিসিএলের দ্বিতীয় খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম চলবে। আর দ্বিতীয় পর্বের খেলা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ এপ্রিল।
বিসিএলের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড। ১১ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট তাদের। ফর্টিস এফসিই একমাত্র দল যারা এবারের লিগে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি। ১৯ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে নোফেল স্পোর্টি ক্লাব ও উত্তরা এফসি। পয়েন্ট টেবিলের সেরা দুই দল অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জনকারী দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হবে।