বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় ম্যাচ। ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে রানের ফোয়ারা বইছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে বৃষ্টি সব উত্তেজনা শেষ করে দিল। দুইবার খেলা বন্ধ হওয়ার পর ম্যাচ আর মাঠে গড়ায়নি। স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। অধিনায়ক লিটন দাস ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ৭টি চার ও ৩টি ছক্কা ছিল। লিটনের ব্যাটে ভর করে শুরুতে ভালো গতি পায় বাংলাদেশ।

ইনিংস ওপেন করেছিলেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ মাত্র ৮ বলে ১২ রান করেন, তবে লিটন দ্রুত ২৭ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির রেকর্ড করেন।

বৃষ্টির কারণে উইকেট স্লো হয়ে যায়, ফলে অন্য ব্যাটারদের রান তোলা কঠিন হয়। তাইওহিদ হৃদয় ১৪ বলে ৯ রান, শামিম হোসেন ১৯ বলে ২১ রান করেন। শেষদিকে নুরুল হাসান সোহান (১১ বলে অপরাজিত ২২) ও জাকের আলি (১৩ বলে অপরাজিত ২০) দ্রুত রান তুলে স্কোরবোর্ডে লড়াইযোগ্য পুঁজি যোগ করেন।

ম্যাচ চলাকালে প্রথম বৃষ্টিপাত ঘটে পঞ্চম ওভারে, খেলা প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। দ্বিতীয়বার ১৯তম ওভারে বৃষ্টি শুরু হলে ম্যাচ আর মাঠে গড়ায়নি। স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.