ক্রীড়া প্রতিবেদক
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে হলে মাত্র একটি পয়েন্ট পেলেই যথেষ্ট ছিল। ৪-১ গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছিলো জাপান, দ্বিতীয় দল ছিল নিউজিল্যান্ড। তাদের পরে নাম লেখায় বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জিউলিয়ানো সিমিওনে। ব্রাজিলের একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস চুনহা। অবশ্য উরুগুয়ে-বলিভিয়া গোলশূন্য ড্র করায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিলো আর্জেন্টিনার। ব্রাজিলের বিপক্ষে ড্র নয়, জেতার সর্বোচ্চ প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলো আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে ১৪ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর এবং ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ৩য় স্থানে উরুগুয়ে। লাতিন থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে ৬ দল। সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে আর্জেন্টিনা। রাউন্ড বাকি আছে আর মাত্র ৪টি।