ক্রীড়া প্রতিবেদক
অবিশ্বাস্য, অসাধারণ, কল্পনারও বাইরে। সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে ভারত জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে আজ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলাকে যেভাবে খুশী আপনি বলতে পারেন। এর আগে মেয়েদের সাফের যে পাঁচটি আসর হয়েছে সবগুলোতেই চ্যাম্পিয়ন ভারত। সেই ভারতকে আজ আকাশ থেকে মাটিতে নামিয়েছে বাংলাদেশ। শুধু মাটিতেই নামায়নি রীতিমতো বিধ্বস্ত করেছে সাবিনারা।
সিরাত জাহান স্বপ্নার জোড়া গোলে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতের জাতীয় দলের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এর আগে দশবারের দেখায় নয়বারই জিতেছে ভারত। বাকি ম্যাচটি ড্র হয়েছিল। আর ভারতের বিপক্ষে ৩-০ গোলের জয় ফুটবলের যে কোন পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ কোন জায়গায়ই বাংলাদেশের সামনে পাত্তা পায়নি ভারত। আগের দুই ম্যাচে ১২ গোল করা ভারতকে আজ সাধারণ দলে বানিয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করে বাংলাদেশ দল। সাত মিনিটে গোলও পেয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের গোলকিপারকে ফাউল করার কারণে বাতিল হয়ে যায় সেই গোল। তবে উল্লাসে মাততে বেশি সময় লাগেনি সাবিনাদের। ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ। দারুণ ফিনিশিং। দেখার মতো গোল স্বপ্নার।
এগিয়ে গিয়েও দ্বিতীয় গোলের জন্য চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ দল। খুব দ্রুত সফলও হয় তারা। ২২ মিনিটে কৃষ্ণা রানী সরকার জালের ঠিকানা খুজে পেলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শত চেষ্টা করেও কৃষ্ণাকে আটকাতে পারেন নি ভারতীয় ফুটবলাররা। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে গোলের ক্ষুধা এতটুকু কমেনি বাংলাদেশের। ৫৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না। গতির খেলায় প্রতিপক্ষের ফুটবলারকের বিট করে বল জালে জড়ান স্বপ্না। বাংলাদেশের তিনটি গোলই ছিল দেখার মতো।
৩-০ গোলের দারুণ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশ দল। ১৬ সেপ্টেম্বর ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।