মোঃ শফিকুল আলম
এই উল্লাসী বলে দিচ্ছে কতটা আনন্দিত বাংলাদেশের মেয়েরা। যেন শিরোপা জয়র আনন্দ মেয়েদের মাঝে। ভারতকে যখন হারিয়েছে তখন আনন্দটা তো এমনই হবে। সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আজ তাদের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে ১-০ গোলে। যদিও গোলটা বাংলাদেশের কেউ করেনি হয়েছে আত্মঘাতী গোল।
টুর্নামেন্টের তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। ভুটানকে ৮-১ গোলে হারিয়ে সাফের শুরুটা দারুন হয়েছিল বাংলাদেশ দলের। কিন্তু দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে বাংলাদেশ হারে ৩-০ গোলে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাশিয়া আছে সবার উপরে। রাশিয়া আজ প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছেন ৯-১ গোলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৭৪ মিনিটে বাংলাদেশ ম্যাচে লিড নেয় আখিলা রাজনের আত্মঘাতী গোলে। আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ২৮ শে মার্চ নেপালের বিপক্ষে। পাঁচ দলের টুর্ণামেন্টে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।