ক্রীড়া প্রতিবেদক
টুর্নামেন্ট শুরুর আগে চার দলের অধিনায়ক সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ফটো সেশন করলেও এখন সেটা দাঁড়িয়েছে দুই অধিনায়কের মাঝে। বাংলাদেশ না ভারত কার হাতে উঠবে সাফের শিরোপা তার ফয়সালা হবে আগামীকাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের এটা দ্বিতীয় আসর। ২০২১ সালে প্রথম আসরে এই স্টেডিয়ামেই ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে মেয়েরা কোন চাপই নিচ্ছে না বলে জানিয়েছেন হেড কোচ সাইফুল বারী টিটু।
লীগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচও জিতে শিরোপা উৎসব করার কথা বলছেন অধিনায়ক আফিদা খন্দকার। মেয়েদের উজ্জীবিত করার সব চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ফাইনাল ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত থাকলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে টাই ব্রেকারে। তাই মেয়েদের পেনাল্টি শুট আউটের অনুশীলন করিয়েছেন কোচ সাইফুল বারী টিটু।