ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে সাফ অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ দল। কিন্তু ফাইনালে যাওয়ার পথেই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে কঠিন বাধা। টুর্নামেন্টের সেমিফাইনালে আগামীকাল ২৬ আগস্ট শক্তিশালী ভারতকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে বাংলাদেশ দলের সামনে পড়েছে ভারত।
সাফের বয়স ভিত্তিক ফুটবলে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে অনেকবার। তবে এবার ভারতকে হারিয়ে ফাইনালে যেতে পারবেন বলে বিশ্বাস করেন ফুটবলাররা। হেড কোচ মারুফুল হক জানিয়েছেন ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধা প্রবল ফুটবলারদের। নেপালের কাছে হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি ফুটবলারদের। বলছেন মারুফুল হক।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ জানিয়েছেন ভারতের বিপক্ষে নতুন কৌশল নিয়ে খেলবে দল। মাঠে কোচের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করার কথা বলছেন তিনি। কোচ মারুফুল হক কয়েকবার মিটিং করেছেন ফুটবলারদের সাথে। দলের সবার আত্মবিশ্বাসের কোন ঘাটতি দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক।