ক্রীড়া প্রতিবেদক
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ৩-১ গোলের দারুন জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছিল সুরভী প্রীতিরা। ভুটান দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে নেপাল ও ভারত ম্যাচের ফলাফল থেকে। ৭ মার্চ মুখোমুখি হবে ভারত ও নেপাল। আর ৮ মার্চ বাংলাদেশ ও ভুটান ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। তবে ফাইনালের আগে ওই ম্যাচে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স এ অনুষ্ঠিত আজকের ম্যাচে ভারতের বিপক্ষে নয় মিনিটে লিড নেয় বাংলাদেশ। গোল করেন আলপি আক্তার। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। ৫৫ মিনিটে আনুষ্কার গোলে ম্যাচে সমতা আনে ভারত।
তবে দারুন ফুটবল খেলে আবারো ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে গোল করেন সুরভী প্রীতি। এরপর ৮৯ মিনিটে অর্পিতা বিশ্বাস জালের ঠিকানা খুঁজে পেলে ৩-১ গোলের জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত হবে এটা ধরে নিয়েই এই ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের শক্তি দুর্বলতা গুলো খুঁজে বের করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ সাইফুল বারী টিটু।